
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তফসীল ঘোষণা হতে পারে, ভোট হতে পারে পরবর্তী বছর ফেব্রুয়ারিতে। নির্বাচন কমিশনের এ তথ্যের পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রার্থীদের প্রতিযোগিতা।
বিএনপি বর্তমানে মনোনয়ন প্রত্যাশীদের যাচাই-বাছাই ও জরিপ কার্যক্রমে ব্যস্ত। দলটির হাই কমান্ড ইতিমধ্যেই কয়েক দফা জরিপ সম্পন্ন করেছে এবং তৃতীয় দফার জরিপ চলছে। বিএনপির সিনিয়র নেতা-মন্ত্রীরা প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিশ্লেষকরা মনে করেন, স্মরণীয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কারণে এবার ভোটারদের ভোটদান হবে অত্যন্ত সচেতন ও কঠোর। তরুণ ভোটারদের বড় অংশ প্রথমবার ভোট দিতে যাওয়া এবং নতুন রাজনৈতিক প্রেক্ষাপট প্রার্থীদের জন্য নানা চ্যালেঞ্জ সৃষ্টি করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, প্রচলিত নির্বাচন প্রচারণার ধারা এবার পরিবর্তিত হবে। প্রার্থী মনোনয়নে পেশিশক্তি ও অর্থের চেয়ে গণমানুষ ও যুব সমাজের সঙ্গে সম্পৃক্ততা ও আন্দোলনে অংশগ্রহণকে বেশি গুরুত্ব দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোশ্রু মাহমুদ চৌধুরী বলেন, দলটি এবার ত্যাগী ও সর্বজনগ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দেবে এবং প্রার্থী নির্বাচনে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করবে।
Jahan