
ছবি: দৈনিক জনকন্ঠ।
“বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়াই আমাদের মূল লক্ষ্য”-এ কথা বলেন বাংলাদেশ কংগ্রেস পার্টির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, “আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য বর্তমান সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।”
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ কংগ্রেস কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পানগাঁও বন্দর রোড বাজার এলাকায়।
কাজী রেজাউল হোসেন আরও বলেন, “২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ছিল নতুন প্রজন্মের জাগরণের প্রতীক। এক বছরের পথচলায় আমরা আশান্বিত, তবে এখনও বহু দুর্দশা ও চ্যালেঞ্জ রয়ে গেছে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে জনগণের অধিকারের প্রতি সব রাজনৈতিক দলকে শ্রদ্ধাশীল হতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের সহ-দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবু জাফর। এতে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূঁইয়া রিপন, সহ-অর্থ সম্পাদক রেদোয়ান হোসেন, কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজম আলী, সদস্য সচিব মো. রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক সচেতন নাগরিকরাও বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
মিরাজ খান