ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

আমার মৃত্যুর আগে সন্ত্রাসীরা আমার ছেলেকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিলো: তুহিনের বাবা 

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৩২, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ২১:৩৩, ৮ আগস্ট ২০২৫

আমার মৃত্যুর আগে সন্ত্রাসীরা আমার ছেলেকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিলো: তুহিনের বাবা 

গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের গ্রামে চলছে শোকের মাতম। বাড়িতে কান্নার রোল,শত শত নারী,পুরুষ তুহিনের বাড়িতে সবার চোখেই ঝড়ছে পানি। 

তুহিনের বৃদ্ধ মা-বাবার কান্না যেন থামছেই না। তাদের সান্ত্বনা দিচ্ছে আশপাশের মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের গিয়ে এমন পরিবেশ দেখা যায়।

তুহিনের বৃদ্ধ বাবা মো. হাসান জামিল বলেন, ‘ছেলে আমার জন্য ওষুধের টাকা পাঠাতো। আমি সুস্থ আছি কিনা খোঁজখবর নিতো। এ ছেলে আমার কলিজার টুকরা। তাকে জনসম্মুখে খুন করা হল। এটা আমি সইতে পারছি না। তোমরা আমার ছেলেকে এনে দাও।’

তিনি বলেন, ‘তিন দিন আগে তুহিন আমার জন্য এক হাজার টাকা পাঠিয়েছে। এখন কে আমার জন্য ওষুধ পাঠাবে? তুহিনের কী অপরাধ ছিল? কী অন্যায় করেছিল? হাত-পা ভাইঙা দিলেও ছেলেটাকে জীবিত দেখতে পারতাম। আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার মৃত্যুর আগে সন্ত্রাসীরা আমার ছেলেকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিলো। আমার অন্তরটা ফাইট্টা যাইতাছে। আমি কেমনে বুঝাই, বাবা হয়ে এ কষ্ট কতটুকু।’

আহাজারি করতে করতে তুহিনের মা সাহাবিয়া খাতুন বকুল বলেন, ‘এইডা কী অইয়্যা গেলো। তুহিন আর আমারে আম্মা কয়্যা ডাকতো না। আমার খোঁজখবর নিতো না। আমার ভালা ছেলেটাকে মাইরা ফালাইছে। যারা মারছে এরাও তো মানুষ। মানুষ হয়্যা অমানুষের মতো আমার আদরের ছেলেটাকে মারছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

তুহিনের ভাবী নূরুন্নাহার বেগম বলেন, ‘তুহিন ভালো ছেলে ছিল। সবার সঙ্গে ভালো আচরণ করতো। যারা তুহিনকে মেরেছে তাদের ফাঁসি চাই।’

বশির উদ্দিন নামে স্হানীয়  এক সংবাদ কর্মী  বলেন, ‘তুহিন বেশ  কয়েক বছর ধরে গাজীপুরে সাংবাদিকতা করতেন। বৃহস্পতিবার রাতে  শুনি তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এমন খবর শুনার পর এলাকার লোকজন মর্মাহত হয়েছে। তুহিনের বৃদ্ধ বাবা-মা হত্যার খবর জানার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছিল  আমরাও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

স্থানীয় ও পরিবার সূত্রে জানা  যায় , ২০০৫ সাল থেকে গাজীপুরের চান্দনা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন সাংবাদিক তুহিন। সেখানে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় সাংবাদিক তুহিনকে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

 

রাজু

×