
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযানে দুইরাউন্ড গুলিসহ একটি পিস্তল ও নিষিদ্ধ ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধায় সেনাবাহিনী ও শিবালয় থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। অপর অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকসহ ৭ কারবারিকে আটক করে।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন পৃথক বার্তায় বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেন। মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাকলা গ্রামের আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের নাঈম (২৬), আমডালা গ্রামের সুধাংশ সরকার (৩০), কাতরাসিন গ্রামের রাজীব মিয়া (২৮), রুপসা গ্রামের রানা আহাম্মেদ (২৯), জুনিকালসা গ্রামের রাজা মোল্লা (৪৫) ও পাশ্ববর্তী হরিরামপুর উপজেলার শামীম দেওয়ান (২৭)।
ডিবি পুলিশ জানায়, শিবালয়ের ভাওয়ালকান্দি গ্রামের নজিম উদ্দিনের মুদি দোকানের সামনে ও টেপড়া–উলাইল সড়কে অভিযান চালানো হয়। এ সময় আলমগীরের কাছ থেকে ১০০ পিস, নাঈমের কাছ থেকে ৫০ পিস, সুধাংশের কাছ থেকে ৩০ পিস, শামীম দেওয়ানের কাছ থেকে ২০ পিস ও রাজা মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দুই আসামি রাজীব মিয়া ও রানা আহাম্মেদ ইয়াবা বিক্রয়ে সহায়তা করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপরদিকে, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াকান্দি এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযানকালে রাস্তার পাশে পরে থাকা একটি পেয়াজের বস্তায় ভড়া দুইরাউন্ড গুলিসহ দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়। যা পরিত্যক্ত অবস্থায় জব্দ দেখানো হয়েছে।
আফরোজা