
ছবি: জনকণ্ঠ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ পালাতক প্রবাসী দলে পরিণত হয়েছে। বাংলাদেশে তারা পাপের ভারে ডুবে গেছে। নির্বিচারে হত্যা, দুর্নীতি, লুটপাট, দমন, নিপীড়নের মধ্য দিয়ে হাসিনা ও আওয়ামী লীগ গণ শত্রুতে পরিনত হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তারা। সেখানে রীতিমত অফিস স্থাপন করে তারা বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করছে। এ বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভারতের কাছে জবাব চাওয়ার আহবান জানান।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের তিনটি পৃথক পৃথক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল ৪ টায় জয়রামকুড়া প্রাথমিক বিদ্যালয়ে ২ নং, সন্ধ্যা ৬ টায় ঘোষবেড় প্রাথমিক বিদ্যালয়ে ১ নং এবং রাত ৮ টায় সংড়া মাদ্রাসা মাঠে ৩ নং ওয়ার্ড বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয় ।
সন্মেলন সমূহে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেবে না। তিনি জনগণকে ধানের শীষে ভোট দেবার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বিএনপি নির্বাচিত হলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরীব কৃষককে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, এক বছরের জন্য শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, অন্যান্য বেকারদের কর্ম সংস্থান, শিল্প কলকারখানা স্থাপন করবে। মুষুলধারে বৃষ্টি উপেক্ষা করে সম্মেলন সমূহে বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।
জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষক সত্তার ,অনুষ্ঠিত সন্মেলন তিনটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, বিএনপি নেতা প্রভাষক শাজাহান মাহমুদ, আল আমিন চমক, আবদুল লতিফ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, সবুজ মিয়া, আবু তালেব, হযরত আলী, জাহাংগীর হোসেন, শহীদুল হক, ময়মনসিংহ উত্তর জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আবির