ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ফেসবুকে যে শর্ত মানলে মনিটাইজেশন পাবেন সবাই

প্রকাশিত: ১৮:০৩, ৮ আগস্ট ২০২৫

ফেসবুকে যে শর্ত মানলে মনিটাইজেশন পাবেন সবাই

ছবিঃ সংগৃহীত

ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা আয় করার সুযোগ পেতে হলে এখন থেকে মানতে হবে বেশ কিছু নির্দিষ্ট শর্ত। নতুন আপডেট অনুযায়ী, শুধু ফলোয়ার সংখ্যা বা ভিডিও ভিউ দিয়েই আর মনিটাইজেশনের যোগ্যতা মিলছে না।

আগে যেখানে ১০ হাজার ফলোয়ার এবং ৬০ হাজার মিনিট ওয়াচটাইম পূরণ করলেই মনিটাইজেশন চালু হয়ে যেত, এখন সেটি আর যথেষ্ট নয়। ফেসবুক তাদের নতুন নীতিমালায় আরও কড়াকড়ি আরোপ করেছে, যা প্রতিটি কনটেন্ট ক্রিয়েটরেরই জানা উচিত। চলুন দেখে নেওয়া যাক, কী কী শর্ত মানলে ফেসবুক থেকে আয় করা সম্ভব—

১. ভিডিও হতে হবে ১৫ সেকেন্ডের বেশি

আপনার কনটেন্ট যদি রিল বা শর্ট ভিডিও হয়, সেটিও কমপক্ষে ১৫ সেকেন্ডের হতে হবে। এর কম হলে ফেসবুক সেই ভিডিওকে মনিটাইজ করার অনুমতি দেবে না।

২. কপিরাইটমুক্ত কনটেন্ট

ভিডিওতে অন্য কারো ভিডিও ক্লিপ, সাউন্ড এফেক্ট, গান বা যেকোনো থার্ড পার্টি উপাদান ব্যবহার করা যাবে না। করলে কপিরাইট ভঙ্গের অভিযোগে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে।

৩. ব্র্যান্ডেড কনটেন্ট থেকে আয়ের সুযোগ নেই

আপনি যদি কোনো ব্র্যান্ডের পণ্য বা সেবা নিয়ে রিভিউ দেন কিংবা সরাসরি প্রমোশন করেন, সেক্ষেত্রে ফেসবুক সেটিকে ব্র্যান্ডেড কনটেন্ট ধরে এবং মনিটাইজেশন দেয় না।

৪. অপ্রাসঙ্গিক বা আপত্তিকর ভাষা নয়

যেকোনো গালিগালাজ, সহিংস, প্রাপ্তবয়স্ক বা কমিউনিটি স্ট্যান্ডার্ডবিরোধী ভাষা ব্যবহার করা হলে সেই কনটেন্ট মনিটাইজযোগ্য থাকবে না।

৫. অন্য পেজের ভিডিও ক্রস-পোস্ট করা যাবে না

আপনি যদি অন্য কারো ভিডিও কোলাবোরেশন বা ক্রস-পোস্টের মাধ্যমে নিজের পেজে দেন, সেক্ষেত্রে সেটিও মনিটাইজেশন থেকে বাদ পড়বে। মূল ভিডিও নিজস্ব হতে হবে।

৬. ভিডিও ডিলিট করা যাবে না

আপলোডের পর যদি ভিডিওটি স্থায়ীভাবে ডিলিট করা হয়, তাহলে সেটিও মনিটাইজেশন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে। তাই ভিডিও পোস্টের আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে।

৭. অ্যাড ডিজেবল করা যাবে না

আপনার কনটেন্টে যদি নিজে থেকেই বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দেন বা অ্যাড ডিজেবল থাকে, তবে সেক্ষেত্রেও ফেসবুক সেই কনটেন্ট থেকে আয় করতে দেবে না।

৮. থার্ড পার্টি অ্যাপ দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ালে বিপদ

অনেকেই থার্ড পার্টি অ্যাপ, সাইট বা ফলোয়ার-ভিউ বাড়ানো সার্ভিস ব্যবহার করেন। ফেসবুক এসব অর্গানিক না হওয়া এঙ্গেজমেন্ট শনাক্ত করতে পারলে মনিটাইজেশন চিরতরে বাতিল করতে পারে।

মনিটাইজেশন পেতে চাইলে কী করবেন না:

  • ভিডিওতে অন্যের গান বা দৃশ্য ব্যবহার করবেন না

  • ভুয়া এঙ্গেজমেন্ট বাড়াবেন না

  • ব্র্যান্ড প্রমোশন গোপন করে করবেন না

  • বিতর্কিত বা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী ভাষা ব্যবহার করবেন না

  • একই ভিডিও একাধিক পেজে কোলাবোরেশন করে পোস্ট করবেন না

কী করবেন:

  • নিজের তৈরি ভিডিও পোস্ট করুন

  • নিয়মিত ও মৌলিক কনটেন্ট দিন

  • কমিউনিটি গাইডলাইন মেনে চলুন

  • সঠিকভাবে পেজ মেইনটেইন করুন

  • মনিটাইজেশন ট্যাবে গিয়ে আপডেট নিয়মগুলো পড়ে নিন

আপনি যদি ফেসবুকের নতুন গাইডলাইনগুলো মেনে চলেন এবং নিয়মিতভাবে নিজস্ব কনটেন্ট তৈরি করেন, তাহলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ভুয়া বা নিষিদ্ধ কোনো পদ্ধতি অনুসরণ করলে আপনার পেজ আজীবনের জন্য মনিটাইজেশন থেকে বঞ্চিত হতে পারে।

ইমরান

×