ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

এআই-এর নতুন যুগ শুরু? জিপিটি-৫ নিয়ে যা জানলে ঘুম উড়ে যাবে

প্রকাশিত: ১৮:২২, ৮ আগস্ট ২০২৫

এআই-এর নতুন যুগ শুরু? জিপিটি-৫ নিয়ে যা জানলে ঘুম উড়ে যাবে

ছবি: সংগৃহীত

ওপেনএআই বৃহস্পতিবার চ্যাটজিপিটির জন্য তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পঞ্চম প্রজন্ম জিপিটি-৫ উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি যাচাই করবে জেনারেটিভ এআই কত দ্রুত এগোচ্ছে নাকি গতি কমে আসছে।

মার্চ ২০২৩-এ জিপিটি-৪ আসার দুই বছরেরও বেশি সময় পর জিপিটি-৫ এলো। এ সময়টিতে এআই নিয়ে ব্যাপক বিনিয়োগ, প্রচারণা ও উদ্বেগ তৈরি হয়েছিল। প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক এর আগে তাদের চ্যাটবট ‘ক্লড’-এর নতুন সংস্করণ এনেছে, আর মাইক্রোসফট জানিয়েছে, তারা তাদের এআই সহকারী ‘কোপাইলট’-এ জিপিটি-৫ যুক্ত করবে।

ওপেনএআই বলছে, নতুন মডেলটি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) অর্জনের পথে বড় পদক্ষেপ। প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ভাষায়—“যে কোনো বিষয়ে একজন পিএইচডি-স্তরের বিশেষজ্ঞের মতো।” এখন বিনামূল্যের চ্যাটজিপিটি ব্যবহারকারীরাও সীমিতভাবে এটি ব্যবহার করতে পারবেন।

উন্মোচন অনুষ্ঠানে কোডিং-এ এর ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং নিরাপত্তা উন্নতির কথাও বলা হয়, যাতে এটি বিভ্রান্তিকর বা ক্ষতিকর উত্তর না দেয়। তবে এক গবেষণায় দেখা গেছে, কিশোর সেজে প্রশ্ন করলে চ্যাটজিপিটি মাদক ও আত্ম-ক্ষতি সম্পর্কিত বিপজ্জনক তথ্য দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জিপিটি-৫ মানদণ্ড পরীক্ষায় মাঝারি হলেও গুরুত্বপূর্ণ উন্নতি এনেছে এবং আগের সংস্করণের তুলনায় ভিন্নধর্মী, যা ভবিষ্যতের উন্নয়নের পথ খুলে দিতে পারে।

ওপেনএআই ২০১৫ সালে অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়, পরে লাভজনক কোম্পানি হয় এবং বর্তমানে এর মূল্যায়ন ৩০০ বিলিয়ন ডলার। তবে এখনো লাভের ঘোষণা দেয়নি। তারা শিগগিরই কোম্পানিকে ‘পাবলিক বেনিফিট কর্পোরেশন’-এ রূপান্তরের পরিকল্পনা করেছে।

জেপিমরগ্যান চেজের মতে, ওপেনএআই বিশ্বের তৃতীয় সর্বাধিক মূল্যবান বেসরকারি কোম্পানি হলেও দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হতে পারে—ফলে এআই পণ্যের দামে প্রতিযোগিতা বাড়তে পারে।

আবির

×