
ছবি: সংগৃহীত
প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোড়ন তুলেছে ওপেনএআইয়ের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৫। এই মডেলের উন্মোচনের দিনই টেসলা প্রধান ইলন মাস্ক সতর্ক করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাকে—ওপেনএআই নাকি তার প্রতিষ্ঠানকে ‘খেয়ে ফেলবে’।
বৃহস্পতিবার জিপিটি-৫ চালুর ঘোষণা দিয়ে সত্য নাদেলা বলেন, ‘আজ থেকে জিপিটি-৫ যুক্ত হলো আমাদের সব প্ল্যাটফর্মে—মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট, কোপাইলট, গিটহাব কোপাইলট এবং অ্যাজুর এআই ফাউন্ড্রিতে। ওপেনএআইয়ের সবচেয়ে সক্ষম মডেল এটি, যা যুক্ত করেছে যুক্তি বিশ্লেষণ, কোডিং এবং কথোপকথনে যুগান্তকারী উন্নতি। এসবই অ্যাজুর প্ল্যাটফর্মে প্রশিক্ষিত।’
তিনি আরও জানান, মাত্র আড়াই বছর আগে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গে বিং সার্চ ইঞ্জিনে জিপিটি-৪ চালু করেছিলেন তারা, আর এর পর থেকে উন্নতির ধারা ছিল ‘অবিশ্বাস্য’। নাদেলার ভাষায়, ‘অগ্রগতির গতি শুধু বাড়ছেই। ডেভেলপার, প্রতিষ্ঠান ও সাধারণ ব্যবহারকারীরা এই নতুন অগ্রগতিকে কীভাবে কাজে লাগাবে তা দেখার অপেক্ষায় আছি।’
মাস্কের ‘মাইক্রোসফটকে খেয়ে ফেলবে’ মন্তব্যের জবাবে নাদেলা বলেন, ‘মানুষ গত ৫০ বছর ধরে চেষ্টা করছে, আর সেটাই মজার বিষয়! প্রতিদিন নতুন কিছু শিখি, উদ্ভাবন করি, অংশীদার হই, প্রতিযোগিতা করি। অ্যাজুরে গ্রোক ৪-এর জন্য উচ্ছ্বসিত এবং গ্রোক ৫-এর অপেক্ষায় আছি।’
এদিকে ভিজ্যুয়াল স্টুডিও কোড ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কোড এডিটর ‘কার্সর এআই’ও নিশ্চিত করেছে জিপিটি-৫ সংযোজনের খবর। তারা একে বলেছে ‘আমাদের পরীক্ষিত সবচেয়ে বুদ্ধিমান কোডিং মডেল’ এবং আপাতত এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে।
গ্রোক এআই প্ল্যাটফর্মের পৃষ্ঠপোষক মাস্ক দাবি করেছেন, ‘গ্রোক ৪ হেভি এখনো সবচেয়ে শক্তিশালী এআই।’
জিপিটি-৫ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেন, এক জটিল ই-মেইল সমস্যার নিখুঁত সমাধান করে মডেলটি তাকে কিছুটা ‘অপ্রয়োজনীয়’ মনে করিয়েছে। এক পডকাস্টে তিনি এটিকে ‘অদ্ভুত অনুভূতি’ হিসেবে বর্ণনা করেন।
পরীক্ষার সময় অল্টম্যান স্বীকার করেন, জিপিটি-৫ দেখে তিনি ‘ভয় পেয়েছিলেন’ এবং অভিজ্ঞতাটিকে তুলনা করেন পারমাণবিক বোমা প্রকল্প ‘ম্যানহাটন প্রজেক্ট’-এর সঙ্গে। পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জিপিটি-৫ ‘স্থায়ী প্রভাব’ ফেলতে পারে, যদিও তা ধ্বংসাত্মক হবে না।
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতা তীব্র হওয়ার মধ্যে বৃহস্পতিবার ওপেনএআই সব ব্যবহারকারীর জন্য বিনামূল্যে জিপিটি-৫ চালু করেছে। অল্টম্যান এটিকে ‘সাধারণ বুদ্ধিমত্তাসম্পন্ন একটি মডেল’ এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই)-এর পথে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। তার তুলনায়, জিপিটি-৩ ছিল যেন উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্র, জিপিটি-৪ বিশ্ববিদ্যালয় পর্যায়ের, আর জিপিটি-৫ পিএইচডি-স্তরের বিশেষজ্ঞের সমান।
নতুন মডেলটি স্বয়ংক্রিয় ‘এজেন্ট’ কাজ এবং ‘ভাইব কোডিং’-এ বিশেষ দক্ষ, যা চাহিদা অনুযায়ী অ্যাপ তৈরি করতে পারে এবং আগের তুলনায় আরও নির্ভরযোগ্যভাবে কাজ করে।
সূত্র: এনডিটিভি।
রাকিব