
টঙ্গী স্টেশন রোডের ফুটপাত থেকে একটি ট্রাভেল ব্যাগে থাকা মোঃ অলি (৩৫) নামে এক যুবকের মাথা বিহীন ৮ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টার বাড়ির সুরুজ মিয়ার ছেলে সে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশের টুকরোগুলো উদ্ধার করে।
অজ্ঞাতনামা হিসাবে লাশটি উদ্ধার করা হলেও লাশের আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় সনাক্ত করে। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্টেশন রোডের হাজির বিরিয়ানির সামনের রাস্তার উপর ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ থেকে মাথা ছাড়া ৮ টুকরোর লাশটি উদ্ধার করা হয়। রাস্তার ফুটপাতের উপর ট্রাভেল ব্যাগটি থেকে রক্ত বের হতে দেখে স্থানীয় লোকজন টঙ্গী পূর্ব থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে অজ্ঞাত যুবকের ৮ টুকরা মরদেহ উদ্ধার করে। ট্রাভেল ব্যাগটি শেষ রাতের যে কোন সময় দুর্বৃত্তরা কোন গাড়ি থেকে ফেলে রেখে গেছে বলে ধারনা পুলিশের।
আশপাশের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করলে বিস্তারিত জানা যাবে বলছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনেকক্ষন ধরে একটি ট্রাভেল ব্যাগ ঘটনাস্থলে রাস্তার ফুটপাতে পড়েছিল। ব্যাগটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ব্যাগটিতে কি না কি আছে এমন সন্দেহে ব্যাগটিতে কেউ হাত দেয়নি।
পুলিশ এসে ব্যাগটি খুললে এর ভেতরে থাকা ৮ টুকরো লাশ দেখতে পায়। মস্তক বিহীন ৮ টুকরো লাশ উদ্ধারের খবরে শত শত মানুষ ঘটনাস্হলে ভীড় জমায়। গাজীপুরে সাংবাদিক হত্যাকান্ডের একদিন না পেরোতেই জেলার টঙ্গীতে ৮ টুকরো লাশ উদ্ধারের খবরে জনমনে আতংক ছড়িয়ে পড়ে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, আজ সকালে ট্রাভেল ব্যাগে ভর্তি এক অজ্ঞাত যুবকের ৮ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে টঙ্গীর স্টেশনরোড এলাকায় টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেলব্যাগ দেখেন স্থানীয়রা। ব্যাগের ভেতরে থাকা কালো দুই পলিথিনে মোড়ানো ৮ খন্ড লাশ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে আসেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম আরো বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে অপরাধীদের ধরতে।
রাজু