ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

পোশাক কারখানা সরিয়ে বাংলাদেশসহ চার দেশে নিতে চায় ভারতীয় কোম্পানি

প্রকাশিত: ১৫:১১, ৮ আগস্ট ২০২৫

পোশাক কারখানা সরিয়ে বাংলাদেশসহ চার দেশে নিতে চায় ভারতীয় কোম্পানি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের সময় আনন্দে ভাসা ভারতীয়দের আবেগ এবার রূপ নিয়েছে ক্ষোভে। ৭ আগস্ট ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একদল ব্যবসায়ী ট্রাম্পের ছবি পুড়িয়ে বিক্ষোভ করেছেন। কারণ—মার্কিন সরকার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

 

 

প্রতিবাদকারীরা জানান, আমেরিকার কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্দোলন চলবে, প্রয়োজনে আমেরিকান পণ্য কেনা ও আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তাদের দাবি, ভারত এখন স্বনির্ভরতার পথে এবং মার্কিন হুমকি তাদের প্রয়োজন নেই।

উচ্চ শুল্কের এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভারতের পোশাক শিল্পেও। মার্কিন ক্রেতাদের চাপে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান *পার্ল গ্লোবাল* ভারত থেকে উৎপাদন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি গ্যাপ ও কোহলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য পোশাক উৎপাদন করত। এখন উৎপাদন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালার ১৭টি কারখানায় স্থানান্তর করা হবে, যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।

 

 

পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লভ ব্যানার্জী রয়টার্সকে জানান, মার্কিন ক্রেতারা ক্রমাগত যোগাযোগ করে উৎপাদন স্থানান্তরের অনুরোধ জানাচ্ছেন। ফলে, ভারত থেকে উৎপাদন সরিয়ে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক জাতীয়তাবাদের কৌশল মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয় হলেও এর বিরূপ প্রভাব পড়ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে, যা দ্বিপাক্ষিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করছে।

ছামিয়া

×