ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

নড়াইলে কেরাম খেলে নিখোঁজ, পরদিন পুকুরে মিললো রাজমিস্ত্রির মরদেহ: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিজস্বসংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৭:৩৮, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:৪০, ৮ আগস্ট ২০২৫

নড়াইলে কেরাম খেলে নিখোঁজ, পরদিন পুকুরে মিললো রাজমিস্ত্রির মরদেহ: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ছবিঃ সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় রাতভর কেরাম খেলার পর নিখোঁজ হওয়া সোয়েবুর খান (৪৩) নামে এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পৌরসভার মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত সোয়েবুর খান ওই গ্রামের ইউনুস খানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে পৌরসভা গেট এলাকায় মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন সোয়েবুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয়রা মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে সোয়েবুরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা বলছেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবেই তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা দ্রæত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইমরান

আরো পড়ুন  

×