
খাগড়াছড়ির রামগড়ে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ ঔষধ মজুদ ও বিক্রির অপরাধে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের “জননী মেডিকেল হল”-এ এই অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। অভিযানে দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফার্মেসির অধিকাংশ ঔষধের মেয়াদ শেষ হয়ে গেছে বহু বছর আগে। কিছু ঔষধের মেয়াদ ২০২০, ২০২২ ও ২০২৩ সালেই শেষ হয়েছে। এমনকি কয়েকটি ঔষধের মেয়াদ ২০১৮ সালে শেষ হলেও সেগুলো এখনো মজুদ ছিল।
এ কারণে প্রতিষ্ঠানটির মালিক মোঃ নুর হোসেনকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত ঔষধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম স্থানীয় সাংবাদিকদের জানান, জনস্বার্থে উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
রাজু