
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে বাণিজ্য নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ ও শুল্ক হুমকির মাঝেও কৌশলগতভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করল ভারত। সোমবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত ভারত–রাশিয়া শিল্প আধুনিকায়ন ও সহযোগিতা বিষয়ক যৌথ কার্যদলের ১১তম বৈঠকে দুই দেশ অ্যালুমিনিয়াম, সার, রেল পরিবহন ও খনি শিল্প প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষর করে।
বৈঠকে অংশ নেন দুই দেশের সরকারি প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষকর্তা ও বিশেষজ্ঞসহ প্রায় ৮০ জন প্রতিনিধি। চুক্তির আওতায় অ্যালুমিনিয়াম, সার, রেল পরিবহন, খনি শিল্প, শিল্প ব্যবস্থাপনা ও প্রযুক্তি স্থানান্তর—এসব খাতে যৌথ উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মহাকাশ ও বিমান প্রযুক্তিতেও সহযোগিতা বাড়ানোর ঘোষণা আসে, যেখানে রয়েছে উইন টানেল সুবিধা ও কার্বন ফাইবার প্রযুক্তিতে যৌথ উন্নয়নের পরিকল্পনা।
বৈঠকে পূর্ববর্তী অধিবেশনের অগ্রগতি পর্যালোচনা করে নতুন উদ্যোগের ভিত্তি গড়ে তোলা হয়। শিল্প আধুনিকায়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন, পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।
ভারতের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য সচিব আমরদীপ সিং ভাটিয়া এবং রাশিয়ার উপমন্ত্রী অ্যালেক্সিজে গ্রুসদেভ বৈঠকে নেতৃত্ব দেন। আলোচনার শেষে উভয়পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের চাপ ও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের হুমকির মাঝেও রাশিয়ার সঙ্গে নতুন যুগের সম্পর্ক গড়ে তুলে ভারত বিশ্ব কূটনীতিতে নিজের কৌশলগত দৃঢ়তা স্পষ্ট করেছে।
রাকিব