ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বাণিজ্যিক কমপ্লেক্সের অষ্টম তলায় ‘গোপন অফিস’ আওয়ামী লীগের

প্রকাশিত: ১৭:৫২, ৮ আগস্ট ২০২৫

বাণিজ্যিক কমপ্লেক্সের অষ্টম তলায় ‘গোপন অফিস’ আওয়ামী লীগের

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ভারতের কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ, এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। সেখানে দলের শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা প্রথমে নিজেদের বাসাবাড়ি বা ভাড়া নেওয়া রেস্তোরা ও ব্যাংকুয়েট হলে বৈঠক করতেন। পরে বড় আকারে দলীয় কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা অনুভব করে তারা কলকাতার ওই বাণিজ্যিক এলাকায় একটি স্থায়ী দপ্তর ভাড়া নেন।

সূত্রমতে, ভবনের অষ্টম তলায় অবস্থিত প্রায় ৫০০ থেকে ৬০০ বর্গফুটের এই ঘরে বাইরে থেকে দেখে আওয়ামী লীগের উপস্থিতি বোঝা যায় না। নেই শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের ছবি, নেই কোনো সাইনবোর্ড। উদ্দেশ্য দপ্তরের পরিচয় গোপন রাখা। এখানে সাধারণ ফাইলপত্রও রাখা হয় না; মূলত দেখা-সাক্ষাৎ ও ছোটখাটো বৈঠকের জন্যই ব্যবহার হয়।

অফিসটি আগে একটি বেসরকারি সংস্থার ছিল। তাদের রেখে যাওয়া চেয়ার-টেবিলই এখন ব্যবহার করছে আওয়ামী লীগ নেতারা। সর্বোচ্চ ৩০-৩৫ জন এখানে একসঙ্গে বৈঠক করতে পারেন। তবে ২০০ জনের বেশি নেতাকর্মীর উপস্থিতিতে বড় বৈঠক হলে বাইরে ভাড়া নেওয়া জায়গায় তা আয়োজন করা হয়।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এই দপ্তরকে "বাণিজ্যিক অফিস" হিসেবে উল্লেখ করলেও এটি এখন কার্যত তাদের প্রধান মিলনস্থল হয়ে উঠেছে।

Jahan

আরো পড়ুন  

×