
ছবিঃ সংগৃহীত
শ্রাবণের শেষ প্রান্তে এসেও বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকা-সহ দেশের চারটি বিভাগে মাঝারি থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার (৯-১০ আগস্ট) পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত চলবে। বিশেষ করে রংপুর ও সিলেট অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থানে।
উল্লেখ্য, এসব অবস্থান ও পূর্বাভাসের ভিত্তিতে আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং ঘরের বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার অবস্থা সম্পর্কে সচেতন হতে অনুরোধ জানিয়েছেন।
ইমরান