ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় ৪ ভূমিকম্প, ঝুকিতে কী বাংলাদেশ?

প্রকাশিত: ২০:০৪, ৩১ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় ৪ ভূমিকম্প, ঝুকিতে কী বাংলাদেশ?

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ৪টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতিটি ভূকম্পনের মাত্রাই ছিল রিখটার স্কেলে ৪ এর ওপরে। একই সময়ে রাশিয়ার পূর্বাঞ্চলে একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানার পর ছড়িয়ে পড়েছে তীব্র সুনামি আতঙ্ক। ইতোমধ্যে ৫২টি দেশ ও অঞ্চল সুনামি সতর্কতার আওতায় এসেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছাকাছি সমুদ্র উপকূলে এই ভূমিকম্পগুলো অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম কম্পনটি শুরু হয় রাত ১১টা ৪৫ মিনিটে। এরপর ধারাবাহিকভাবে রেকর্ড করা হয় ৫.০, ৪.৯, ৪.৬ ও ৪.২ মাত্রার চারটি কম্পন। সর্বশেষ ভূমিকম্পটি হয় রাত ১টা ১৫ মিনিটে।

ভূমিকম্পগুলোর উৎস ছিল পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ২৭৫ কিমি দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রাশিয়ায় এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যার অভিঘাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে জারি হয় সুনামি সতর্কতা।
যুক্তরাষ্ট্র, জাপানসহ বিশ্বের শীর্ষ আবহাওয়া ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কবার্তা জারি করে।

বিশ্বের অন্তত ৫২টি দেশ ও অঞ্চল এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে তিন মিটারের বেশি উচ্চতার সুনামি হুমকিতে রয়েছে রাশিয়া, ইকুয়েডর এবং উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ।

সতর্কতায় থাকা অন্যান্য দেশগুলো:

  • ১–৩ মিটার ঢেউয়ের আশঙ্কায়: চিলি, কোস্টারিকা, ফ্রান্স (পলিনেশিয়া), গুয়াম, হাওয়াই, জাপান, পেরু, সামুয়া, সলোমন দ্বীপপুঞ্জ প্রভৃতি।
  • ০.৩–১ মিটার ঢেউয়ের সতর্কতায়: অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, মেক্সিকো, নিকারাগুয়া, এল সালভাদর, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, তাইওয়ানসহ আরও বহু দ্বীপাঞ্চল।

বিশেষজ্ঞদের সতর্কতা:

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা হলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
উপকূলবর্তী এলাকাগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে— সুনামির ঢেউ যেকোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে।

নুসরাত

×