
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী সাধারণ নাগরিকরা। এর মধ্যেই আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।
শুক্র ও শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। পঞ্চম দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
টানা বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির এই ধারায় সাময়িক দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। এ জন্য পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Jahan