ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপ, সারাদেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশিত: ১৬:১৬, ২৫ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপ, সারাদেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিবর্তনের ফলে দেশের সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটির অবস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকূলের কাছাকাছি। পূর্বাভাসে বলা হয়েছে, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেলের মধ্যেই উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপে পরিণত হওয়ার ফলে এর প্রভাবে বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

এই অবস্থায় নদী ও উপকূলবর্তী অঞ্চলের জনগণকে সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রংপুর অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে সাজকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট এই সিস্টেমটি শক্তি সঞ্চয় করছে, যা আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।

Jahan

×