
কয়েকদিনের টানা বৃষ্টির পর আবারো সারাদেশে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২০ জুলাই) এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন অর্থাৎ ১২০ ঘণ্টা জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এর ফলে রাজধানী ঢাকা সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের জনজীবনে নতুন করে দুর্ভোগ নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে শ্রাবণ মাসের স্বাভাবিক আবহাওয়াজনিত কারণে বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়াও, যা মানুষের দৈনন্দিন চলাফেরায় বিঘ্ন ঘটাতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি ঢল, জলাবদ্ধতা এবং ছোট নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় ইতোমধ্যে রাস্তাঘাট ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
Jahan