ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ধেয়ে আসছে ঝড়

প্রকাশিত: ১৮:২৭, ২৮ জুলাই ২০২৫

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ধেয়ে আসছে ঝড়

ছবি: সংগৃহীত

সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যার মধ্যে দেশের সাতটি অঞ্চলে ঝড় হওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রবিবারও সারাদেশে বৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শেখ ফরিদ 

×