ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

টানা বজ্রবৃষ্টির আভাস, যেসব জেলায় হতে পারে তীব্র ঝড়সহ ভারী বর্ষণ

প্রকাশিত: ১৫:১৭, ৮ আগস্ট ২০২৫

টানা বজ্রবৃষ্টির আভাস, যেসব জেলায় হতে পারে তীব্র ঝড়সহ ভারী বর্ষণ

ছবি: প্রতীকী

দেশের উপর সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে এর মাঝারি অবস্থার কারণে টানা বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

গতকাল (৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা ভূমিধসের কারণ হতে পারে। একই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগেও অধিকাংশ জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

তিন দিনের পূর্বাভাস

  • ৮ আগস্ট (শুক্রবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে।
  • ৯ আগস্ট (শনিবার): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
  • ১০ আগস্ট (রবিবার): উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, অন্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রাকিব

×