
জার্মানি ঘোষণা করেছে, গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জামের রপ্তানি অনুমোদন করা হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এক বিবৃতিতে চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ বলেছেন, দেশের শীর্ষ অগ্রাধিকার হচ্ছে বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি।
“গত রাতে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা উপত্যকায় আরও কঠোর সামরিক অভিযান চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে জার্মান সরকারের কাছে এই লক্ষ্যগুলো অর্জন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে,” বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে জার্মানি সাময়িকভাবে এমন সব অস্ত্র রপ্তানি স্থগিত করছে যা ওই ভূখণ্ডে ব্যবহার হতে পারে।
বার্লিন আরও জানিয়েছে, গাজার বেসামরিক জনগণের দুর্ভোগ নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং পরিকল্পিত এই অভিযানের ফলে ইসরায়েলি সরকারের উপর তাদের সরবরাহ নিশ্চিত করার ‘আগের চেয়ে আরও বেশি দায়িত্ব’ বর্তাবে।
Jahan