ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

‘মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘মাই ফ্রেন্ড পুতিন’: কী কৌশল বুনছেন মোদি?

প্রকাশিত: ১৯:৩৫, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ১৯:৩৬, ৮ আগস্ট ২০২৫

‘মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘মাই ফ্রেন্ড পুতিন’: কী কৌশল বুনছেন মোদি?

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি।

এই আলাপচারিতা এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

নরেন্দ্র মোদি এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুবই ভালো এবং বিস্তৃত আলোচনা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক অবস্থা শেয়ার করার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। আমরা আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়া বিশেষ ও প্রাধান্যপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমি আশা করছি এই বছরের শেষে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে আমন্ত্রণ জানাতে পারব।”

আবির

আরো পড়ুন  

×