
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহরের বিভিন্ন নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় পানিবন্দি দুর্গত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার দুপুরে তিনি রাঙামাটি শহরের রাঙাপানি, আসামবস্তি ও বাক্ষ্মণটিলার নোয়াদম এলাকায় কয়েক শতাধিক দুর্গত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দুর্দশার খোঁজ নেন। পানিবন্দি পরিবারগুলোর অনেকেই অভিযোগ করে জানান, টানা চারদিন ধরে পানি ওঠায় ঘরবন্দি থাকলেও কেউ তাদের খোঁজ নেয়নি কিংবা কোনো ধরনের সহায়তা দেয়নি।
দূর্গতদের এমন পরিস্থিতি দেখার পর অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাৎক্ষণিকভাবে রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ফোন করে দুর্গতদের জন্য জরুরি সরকারি সহায়তা পাঠানোর অনুরোধ জানান। একই সঙ্গে তিনি দুর্গত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় তার সঙ্গে ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জাতীয়তাবাদী জিয়া পরিষদ রাঙামাটি জেলার সভাপতি মানস মুকুর চাকমা, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইঞ্জিনচালিত নৌকাযোগে তিনি কাপ্তাই হ্রদের তীরবর্তী তৈয়্যবিয়া পাহার, মহসিন কলোনি, পুরান পাড়া, জালিয়া পাড়া, ইসলামপুর, শরিয়তপুর ও রসূলপুর এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের অবস্থাও ঘুরে দেখেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
আসিফ