ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

যে ভিটামিনের অভাবে ত্বক ধীরে ধীরে কালো হয়ে যায়! সাবধান হোন এখনই

প্রকাশিত: ০১:৩৭, ৯ আগস্ট ২০২৫

যে ভিটামিনের অভাবে ত্বক ধীরে ধীরে কালো হয়ে যায়! সাবধান হোন এখনই

ছবি : সংগৃহীত

ত্বকের স্বাভাবিক রঙ হঠাৎ করে কালচে হয়ে যাওয়া কিংবা ধীরে ধীরে উজ্জ্বলতা হারানো—এটি অনেক সময় রোদে পোড়া বা দূষণের কারণে ঘটে। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে শরীরে ভিটামিন ঘাটতির একটি বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাব হলে ত্বকে কালো দাগ, শুষ্কতা ও হাইপারপিগমেন্টেশন দেখা দেয়।

চলুন জেনে নিই সেই ভিটামিনগুলো সম্পর্কে—


✅ ১. ভিটামিন বি১২ (Vitamin B12)

ত্বক কালচে হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। এই ভিটামিনের অভাবে ত্বকে ধীরে ধীরে কালো দাগ পড়ে। মুখ, ঘাড়, চোখের নিচে কালচে ছোপ পড়তে পারে।
উৎস: ডিম, দুধ, মাছ, লিভার, মাংস
অভাবে লক্ষণ: অবসাদ, চুল পড়া, ঠোঁট ও মুখের পাশে কালচে দাগ


✅ ২. ভিটামিন ডি (Vitamin D)

সূর্যের আলো থেকে পাওয়া যায় এই ভিটামিন। অভাবে ত্বক বিবর্ণ হয়ে পড়ে, রুক্ষতা দেখা দেয়।
উৎস: রোদে হাঁটা, মাছ, ডিমের কুসুম, দুধ
অভাবে লক্ষণ: ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, হাড় দুর্বল হওয়া


✅ ৩. ভিটামিন সি (Vitamin C)

এই ভিটামিনের ঘাটতিতে কোলাজেন উৎপাদন কমে যায়, ফলে ত্বক ঢিলে ও নির্জীব হয়ে পড়ে। কালো দাগ পড়ার সম্ভাবনাও বাড়ে।
উৎস: আমলকি, কমলালেবু, লেবু, টমেটো
অভাবে লক্ষণ: মাড়ি থেকে রক্ত পড়া, ত্বকে স্পট


✅ ৪. ভিটামিন ই (Vitamin E)

ত্বককে রাখে মসৃণ ও ময়েশ্চারাইজড। এই ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক ও কালচে হয়ে পড়ে।
উৎস: বাদাম, সূর্যমুখী তেল, পালংশাক, তেলযুক্ত মাছ
অভাবে লক্ষণ: চুল পড়া, ত্বকে বলিরেখা


বিশেষজ্ঞদের পরামর্শ:

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাবরিনা ইসলাম বলেন, "ত্বক যদি হঠাৎ রুক্ষ হয়ে যায় বা রঙ পরিবর্তন ঘটে, তাহলে ভিটামিন ঘাটতির বিষয়টি পরীক্ষা করা জরুরি। শুধু প্রসাধনী ব্যবহার নয়, ভেতর থেকেও পুষ্টি দরকার।"


✅ কী করবেন এখন?

🔹 দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিনসমৃদ্ধ খাবার রাখুন

🔹 প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করুন

🔹 পর্যাপ্ত রোদে সময় কাটান

🔹 প্রসেসড খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবারে মন দিন

 

ত্বক কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং শরীরের অভ্যন্তরীণ অবস্থার প্রতিচ্ছবি। তাই ত্বকের পরিবর্তনকে অবহেলা না করে সতর্ক হোন আজই। কারণ, স্বাস্থ্যবান ত্বক মানেই স্বাস্থ্যবান শরীর।

Mily

×