ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে

প্রকাশিত: ০৪:৪৬, ৯ আগস্ট ২০২৫

যে লক্ষণগুলো দেখে বুঝবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে

ছবি : সংগৃহীত

ক্যান্সার এক নীরব ঘাতক। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসা অনেকটাই সফল হয়, কিন্তু দেরিতে ধরা পড়লে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন, কিছু সাধারণ লক্ষণ আছে যা অবহেলা না করলেই ক্যান্সারের ঝুঁকি আগেভাগে ধরা সম্ভব।

অকারণে ওজন কমা

খাদ্যাভ্যাস বা জীবনযাপনে বড় কোনো পরিবর্তন ছাড়াই কয়েক মাসে ৫-৬ কেজি বা তার বেশি ওজন হ্রাস পেলে সতর্ক হতে হবে।

দীর্ঘস্থায়ী কাশি বা স্বর পরিবর্তন

তিন সপ্তাহের বেশি সময় ধরে শুকনো কাশি, রক্তমিশ্রিত কফ বা গলার স্বরে পরিবর্তন ফুসফুস বা গলার ক্যান্সারের ইঙ্গিত হতে পারে।

হজমের সমস্যা ও গিলতে কষ্ট

নিয়মিত অ্যাসিডিটি, বুক জ্বালা, গিলতে কষ্ট বা খাবার আটকে যাওয়ার অনুভূতি খাদ্যনালি বা পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ত্বকের পরিবর্তন

তিল বা দাগের রং, আকার বা প্রান্ত হঠাৎ বদলে যাওয়া, নতুন গুটি বা ক্ষত যা সারছে না—ত্বকের ক্যান্সারের সতর্ক সংকেত।

অকারণে রক্তপাত

মল বা প্রস্রাবে রক্ত, দাঁতের মাড়ি থেকে ঘন ঘন রক্ত পড়া কিংবা যোনিপথে অনিয়মিত রক্তপাত জরায়ু, কোলন বা মূত্রথলির ক্যান্সারের ইঙ্গিত দেয়।

দীর্ঘস্থায়ী ক্লান্তি

যথেষ্ট বিশ্রাম নিয়েও সবসময় দুর্বল ও অবসন্ন লাগা, রক্তাল্পতার সঙ্গে থেকে গেলে হাড়ের মজ্জা বা রক্তের ক্যান্সারের সম্ভাবনা থাকে।

অকারণে গুটি বা ফোলা

গলা, বগল, কুঁচকি বা শরীরের অন্য কোনো অংশে শক্ত গুটি পাওয়া গেলে তা অবহেলা করা ঠিক নয়।

দীর্ঘস্থায়ী ব্যথা

কোনো আঘাত ছাড়াই ৩ সপ্তাহ বা তার বেশি সময় ধরে নির্দিষ্ট স্থানে ব্যথা থাকলে তা পরীক্ষা করানো জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এই লক্ষণগুলো সবসময় ক্যান্সারের জন্য হয় না, তবে একাধিকবার বা দীর্ঘদিন ধরে থাকলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সময়মতো শনাক্তকরণই পারে প্রাণঘাতী এই রোগ থেকে বাঁচাতে।

Mily

×