ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ, যা আলোচনা হলো

প্রকাশিত: ০৮:৫৪, ৯ আগস্ট ২০২৫

পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ, যা আলোচনা হলো

ছবি: সংগৃহীত

ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করায় রাশিয়ার প্রচেষ্টার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে চীন। শুক্রবার (৮ আগস্ট) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত ফোনালাপে এই সন্তুষ্টি প্রকাশ করা হয়। 

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শি পুতিনকে বলেন- ইউক্রেনের সঙ্গে সংকট মোকাবিলায় শান্তিপূর্ণ আলোচনা এবং কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে রাশিয়াকে সহযোগিতায় চীন কাজ কর যাবে।

সিসিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুতিনের অনুরোধেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে- চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব শিগগির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। 

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প রাশিয়ার প্রতি তুলনামূলকভাবে আরও সমঝোতাপূর্ণ অবস্থান নিয়েছিলেন, তবে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির অভাবে তিনি পুতিনের প্রতি ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন এবং রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর, বিশেষ করে চীনের মতো দেশকে ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

বুধবার ট্রাম্প বলেছেন, তিনি চীনের ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা করতে পারেন। যা ইতোমধ্যে ভারতের ওপর কার্যকর করা হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। 

ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা ‘ন্যায়সঙ্গত ও বৈধ’। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।’

 খবর রয়টার্স

তাসমিম

×