
ছবি: সংগৃহীত
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমানভাবে সমাদৃত এই তারকার নাম নিয়ে অনেকেরই ধারণা রয়েছে, কিন্তু আসল নামটা শুনলে অবাক হতে পারেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, যাকে সবাই ‘মেহজাবীন’ নামে জানে, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’ — যেখানে শেষের ‘ন’ শব্দটি উচ্চারিত হয় না। মেহজাবীন বলেন, “শুরুতে হয়তো সবাই নামটা ঠিকভাবে বলতে পারেনি, আর আমি হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি। তবে পরে মনে হয়েছে, যেভাবে সবাই ভালোবেসে আমাকে ডাকে, সেটাই থাকুক। তাই আমার নাম ‘মেহজাবীন’ নয়, আসলে ‘মেহজাবী’।”
অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে ‘মেহজাবীন’ বলে না, বরং ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার ছোট নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ বলে ডাকেন, যা মেহজাবীন খুব ভালোবাসেন।
আসিফ