ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

অন্তঃসত্ত্বা অবস্থায় চাপা পোশাক পরাতে বাধ্য করতেন, চিকিৎসকের কাছে যেতে দিতেন না প্রযোজক: রাধিকা

প্রকাশিত: ১৩:১০, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৩:১১, ৯ আগস্ট ২০২৫

অন্তঃসত্ত্বা অবস্থায় চাপা পোশাক পরাতে বাধ্য করতেন, চিকিৎসকের কাছে যেতে দিতেন না প্রযোজক: রাধিকা

ছবি: সংগৃহীত

ক্যামেরার চমক-ঝলকানি, লাইট, সাউন্ড আর অ্যাকশনের ভিড়ে যেন ঢেকে যেতো রাধিকা আপ্তের অন্তঃসত্ত্বা অবস্থার কষ্ট ও অসুস্থতা। পেটে তখন নতুন একটি প্রাণ বাসা বেঁধেছিলো, শরীর করছিল ব্যথা, খাবারের তীব্র খিদেও যেন থামছিল না।

কিন্তু রাধিকার জন্য ‘পারফেক্ট লুক’ বজায় রাখা ছিলো সর্বোচ্চ অগ্রাধিকার। তাই তাকে বাধ্য করা হয়েছিলো চাপা পোশাক পরতে, যাতে অন্তঃসত্ত্বা ভাবটি প্রকাশ পায় না। আর শারীরিক অসুস্থতা ও চিকিৎসকের কাছে যাওয়ার কথাই বললে প্রযোজকের তীব্র আপত্তির মুখোমুখি হতে হতো।

এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, “প্রযোজক খুশি হননি আমার অবস্থার খবর পেয়ে। আমি তখন ফুলে গিয়েছিলাম, শরীরে যন্ত্রণা ছিল, সবসময় খিদে পেতাম। তবুও আমাকে চাপা পোশাক পরতে হতো। এমনকি শারীরিক অসুস্থতার সময় চিকিৎসকের কাছে যাওয়ার অনুমতিও ছিল না।”

এই কঠিন বাস্তবতার মধ্যে একদিন রাধিকা তাঁর হলিউড পরিচালককে জানিয়েছিলেন, “আমার চেহারা বদলে গেছে, খাওয়াদাওয়া বেড়ে গেছে।” পরিচালক হেসে বলেন, “তাতে কী সমস্যা? তুমি তো মা হতে চলেছো।” এই সাধারণ কথাগুলোই রাধিকার মনে প্রশান্তি এনে দিয়েছিল।

রাধিকা আরো যোগ করেন, “কাজের জগতে সামান্য সহযোগিতা আর সহানুভূতি চাই আমরা। শুধু এইটুকুই মানবিকতা থাকলে আমরা সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর লন্ডনের বিএফআই ফিল্ম ফেস্টিভ্যালে রাধিকা প্রথমবারের মতো রেড কার্পেটে তাঁর বেবি বাম্প উন্মোচন করেন। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। তার স্বামী বেনেডিক্ট টেইলর ব্রিটিশ নাগরিক।

আসিফ

×