ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

শুটিং শুরু হওয়ার আগে শাহরুখ বলেন, ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’

প্রকাশিত: ১৩:১৯, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৩:২৬, ৯ আগস্ট ২০২৫

শুটিং শুরু হওয়ার আগে শাহরুখ বলেন, ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিবা চাড্ডা সম্প্রতি সিদ্ধার্থ কাননের পডকাস্টে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে কাজের স্মৃতি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, শুটিংয়ে কারও শরীর স্পর্শ করার আগে শাহরুখ খান নিয়মিত অনুমতি নিয়ে থাকতেন।

শিবা বলেন, নব্বইয়ের দশকের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ ছবিতে তার চরিত্র খুব ছোট ছিল। ডালহৌসিতে শুটিংয়ের সময় মণীষা কৈরালা উপস্থিত না থাকায় পরিচালক মণি রত্নম তাকে মণীষার পোশাক পরে বডি ডাবল হিসেবে হাঁটার দৃশ্যে অংশ নিতে বলেন। তখনই প্রথমবার শাহরুখের সঙ্গে তার দেখা হয়।

শিবা আরও জানিয়েছেন, শাহরুখ তার কলেজের সিনিয়র ছিলেন। তিনি ‘জিরো’ এবং ‘রইস’ ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছেন, অথচ কখনো তা শাহরুখকে স্মরণ করিয়ে দেননি। ‘রইস’ মুক্তির আগে দিল্লিতে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, এই ছবিতে এমন একজন অভিনেত্রী আছেন যিনি তার মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, যদিও তাদের কোনো দৃশ্য একসঙ্গে হয়নি।

শিবা শাহরুখের ভদ্রতা প্রসঙ্গে বলেন, ‘রইস’ ছবির শুটিংয়ে তাদের একটি আলিঙ্গনের দৃশ্য ছিল। শুটিং শুরু হওয়ার আগে শাহরুখ এসে জিজ্ঞেস করেছিলেন, ‘আমি কি আপনাকে স্পর্শ করতে পারি?’ শিবা সম্মতি জানালে দৃশ্যটি নিখুঁতভাবে করেছেন। শাহরুখ শুটিংয়ের আগে তার নাম জানতেন, যা শিবার কাছে খুবই বিশেষ অনুভূতি ছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আসিফ

আরো পড়ুন  

×