ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

যুব ও ক্রীড়া উপদেষ্টা

সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে

কাজী মাহমুদুল হাসান, নাটোর 

প্রকাশিত: ১৭:৫৬, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৮:৪২, ৯ আগস্ট ২০২৫

সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে

ছবি: দৈনিক জনকণ্ঠ।

অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোরের ঐতিহ্যবাহী কানাইখালী স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ দেশের ১৪টি উপজেলায় ভার্চুয়াল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, “বাকি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রযুক্তিনির্ভর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে আর্থিকসহ সকল ধরনের সহায়তা দেওয়া হবে।”

তিনি আরও জানান, যথাযথ অবকাঠামো উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য বয়ে আনা সম্ভব হবে। তরুণদের বেকারত্ব দূর করতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেওয়া হবে। এছাড়াও নাটোরের জলাবদ্ধতা নিরসনে এলজিডির প্রকল্প বাস্তবায়ন হবে।

আলোচনা সভায় কিছু জুলাই যোদ্ধারা চেয়ার নিয়ে হট্টগোল শুরু করলে, তারা তাদের নানা দাবি ও সমস্যা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী ও জাতীয় ক্রীড়া পরিষদ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাটোরে প্রযুক্তিনির্ভর ক্রীড়া ও যুব উন্নয়নের এই উদ্যোগ দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মিরাজ খান

×