
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন ধরে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা, যার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সিডাপে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, পাহাড়ে সংঘাত ও দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘদিনের। আন্তর্জাতিক মহল পার্বত্য অঞ্চলে অস্থিরতা টিকিয়ে রাখতে বাংলাদেশি ভূখণ্ডকে ব্যবহার করার পরিকল্পনা হাতে নিচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে টিকিয়ে রাখতে হবে এবং এই অপশক্তি এখনো দেশের জন্য হুমকি স্বরূপ বলে তিনি সতর্ক করেন। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনায় আরও বলা হয়, হিলট্রেস নিয়ে একটি পুরনো আন্তর্জাতিক পরিকল্পনা চলছে, যার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ষড়যন্ত্র কার্যকর হতে দেবেন না। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নয়, পার্বত্য অঞ্চলের মূল সমস্যা হলো সশস্ত্র গোষ্ঠীগুলো, যারা বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এই গোষ্ঠীগুলোকে নিয়ে রাজনীতি না করার তাগিদ দেন আলোচকরা।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। যারা সমতলে বসবাস করেন, তাদের সঙ্গে সমন্বয় রেখে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করলে পার্বত্য অঞ্চলের সমস্যা অবশেষে সমাধান হবে।
ছামিয়া