ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই স্বাধীন

প্রকাশিত: ২২:১৯, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই স্বাধীন

ছবি: সংগৃহীত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

র‌্যাবের তথ্যমতে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম আসামি স্বাধীন স্বীকার করেছে, ঘটনাটি ছিল পরিকল্পিত। তুহিন চাঁদাবাজি ও ছিনতাইচক্রের অপরাধের ভিডিও ধারণ করায় তাকে টার্গেট করে হত্যা করা হয়।

৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তুহিনকে হত্যা করে। এর মাত্র ২৪ ঘণ্টা আগে একই শহরের শাহাপাড়া এলাকায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেনও হামলার শিকার হন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই ১৫ দিনের মধ্যে আদালতে চার্জশিট দেওয়া হবে।

একই দিনে দুই সাংবাদিকের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলে মনে করছেন অনেকে।

নুসরাত

×