
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র সিমরন থেকে শুরু করে 'ফনাহ'-এর জুনি— বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেত্রী কাজল। তবে পর্দার বাইরের জীবনেও তিনি প্রায়শই বিভিন্ন কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি, মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৫-এ তাঁর একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মারাঠিতে কথা বলায় এক সাংবাদিক তাঁকে হিন্দিতে বলতে অনুরোধ করলে রীতিমতো বিরক্ত হন কাজল। সেই মুহূর্তের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজ কাপুর বিশেষ সম্মান পাওয়ার পর কাজল মারাঠিতে তাঁর অনুভূতি প্রকাশ করছেন। এরপর এক সাংবাদিক তাঁকে হিন্দিতে কথা বলতে অনুরোধ করলে তিনি রেগে গিয়ে বলেন, "এখন আমি আবার হিন্দিতে উত্তর দেব!" এরপর তিনি যোগ করেন, "যিনি বুঝতে চান তিনি বুঝে নেবেন।"
কাজলের এই ধরনের আচরণ নেট নাগরিকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই তার এই ব্যবহারের সমালোচনা করেছেন।
রাজু