ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

স্ত্রীর চেহারা নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ আবির

প্রকাশিত: ২৩:১৬, ৯ আগস্ট ২০২৫

স্ত্রীর চেহারা নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ আবির

২০০৭ সালে ভালোবেসে এমবিএ ক্লাসের সহপাঠী নন্দিনী চট্টোপাধ্যায়কে বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তবে মাঝেমধ্যেই নন্দিনীর চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেতাকে। সম্প্রতি সেই প্রসঙ্গেই মুখ খুললেন আবির।

স্টেট আপ উইথ শ্রী-তে দেওয়া এক সাক্ষাৎকারে আবির বলেন, “আমার যেটা সবচেয়ে খারাপ লাগে তা হলো আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সবচেয়ে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।”

‘ফাটাফাটি’ ছবির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এমনকি ফাটাফাটি ছবির সময় বলেছিলাম যে, একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে? পারবে না। কিন্তু এটা নিয়ে আলোচনার জায়গাটা অন্তত তৈরি হবে।”

ট্রোলিং প্রসঙ্গে আবিরের মত, “আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ার যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাঁদের করা যাবে না।”

এর আগে, সমাজমাধ্যমে নন্দিনীকে ‘মোটা’ বলে কটাক্ষ করা হলে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কড়া জবাব দেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘গৃহপ্রবেশ’-এর প্রিমিয়ারে নন্দিনীর উপস্থিতির ছবিতে একের পর এক কটাক্ষের জবাবে ঋতাভরী লেখেন, “কমেন্ট সেকশনই প্রমাণ, যে ফাটাফাটির মতো সিনেমা বানানোর প্রয়োজন কেন পড়েছে।”

এক ট্রোলারের মন্তব্যে, যেখানে কটাক্ষগুলো মেয়েরাই করেছে—তার জবাবে ঋতাভরী ফের লেখেন, “তাতে কিছু যায় আসে না। কোনও মানুষ যদি অন্য কাউকে তার চেহারা দিয়ে বিচার করে তাহলে সেটা ভুল। মেয়েরা মন্তব্য করলেও ভুল। গুরুতর ভুল। যার কোনও শরীর নিয়ে বাঁচতে হচ্ছে না, তাঁর সেই শরীর নিয়ে এত মাথাব্যথা কেন ভাই?”

মিমিয়া

×