
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্ময় চ্যাটজিপিটি এখন পাওয়া যাবে সরাসরি হোয়াটসঅ্যাপে। ওপেনএআই নির্মিত এই এআই চ্যাটবট ইতিমধ্যেই লাখো মানুষের কাজের ধরণ বদলে দিয়েছে প্রশ্নের উত্তর দেওয়া, অনুবাদ, সৃজনশীল লেখা, প্রোগ্রামিং, আইডিয়া জেনারেশনসহ নানা ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে।
এতদিন আলাদা ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে হতো। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডো থেকেই তাৎক্ষণিকভাবে চ্যাটজিপিটির সেবা পাবেন। একাডেমিক সাহায্য, ভ্রমণ পরিকল্পনা, রেসিপি সাজেশন, ভাষা অনুবাদ, ব্যবসায়িক আইডিয়া কিংবা কোডিং সহায়তা সবই মিলবে হাতের মুঠোয়।
চ্যাটজিপিটিকে হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন: ChatGPT WhatsApp Link
অথবা +1 (800) 242-8478 নম্বরটি হোয়াটসঅ্যাপে সেভ করে কথোপকথন শুরু করুন।
এখন আর ব্রাউজারে লগইন নয় হোয়াটসঅ্যাপেই মিলবে কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণ সুবিধা!
আঁখি