
ছবি: সংগৃহীত।
গাজা উপত্যকা পুনর্দখলের ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “গাজা উপত্যকার পুরো এলাকা পুনর্দখল এবং প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সিদ্ধান্তের আমরা সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাই।”
ওআইসি জানায়, গাজা সিটি দখল করলে ৯ লাখেরও বেশি ফিলিস্তিনি শহর থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পশ্চিমে ‘মাওয়াসি’ এলাকায় চলে যেতে বাধ্য হবেন।
এর আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাওয়ি বলেন, গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত জাতিসংঘের সব প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার পদক্ষেপেরই অংশ।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন করেছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।
মিরাজ খান