
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি প্রকাশের পর কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবনের আশায় নতুন উদ্দীপনা পেয়েছেন।
তথ্য অনুযায়ী, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন।
বিশেষ করে কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোরের বড় হাসপাতালগুলোতে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় হাসপাতাল, হোটেল, পরিবহন, খুচরা বাজার, পোশাক ও খাদ্যসামগ্রী ব্যবসা।
এখন ভিসানীতি সহজ হওয়ায় ওপারের ব্যবসায়ীরা আশাবাদী যে বাংলাদেশি রোগী ও পর্যটকদের আগমনে আগের সংকট দ্রুত কেটে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়কারী ও পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সবাই চান—ধর্ম, রাজনীতি ও বিরোধিতা পেরিয়ে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হিসেবে উন্নয়নে ভূমিকা রাখুক।
ছামিয়া