ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ১৬:৪৯, ৯ আগস্ট ২০২৫

রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে, পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ রাঙ্গাবালী উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৯ আগস্ট) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

জানা গেছে, নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেও রোগীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে।

চিকিৎসা নিতে আসা স্থানীয়রা জানান, হাসপাতালবিহীন দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা নিতে আসা উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা লিটন মাঝি বলেন, “দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। দুই দিন আগে জানলাম এখানে নৌবাহিনী ফ্রি চিকিৎসা দেবে, তাই এসেছি। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি।”

ক্যাম্পে কর্তব্যরত বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. নজরুল ইসলাম বলেন, “এটি একটি দ্বীপ এলাকা। যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন। সে লক্ষ্যে আমাদের এই চিকিৎসা দেওয়ার উদ্যোগ। আমরা শুধুমাত্র মেডিকেল অ্যাসেসমেন্টের মাধ্যমে চিকিৎসা দিচ্ছি, যদি পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকত, তাহলে অবশ্যই আরও ভালো হতো। ভবিষ্যতে আরও উন্নতভাবে করার জন্য আমরা চেষ্টা করব। অথরিটি যদি ভবিষ্যতে উদ্যোগ নেয়, আমরা সদা প্রস্তুত আছি। আজকে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি এখানে সুবিধাবঞ্চিত যেসব রোগী আছেন, তারা উপকৃত হবেন। আর তারা যদি সামান্যতম উপকৃত হন, তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।”
 

সজিব

আরো পড়ুন  

×