ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

অচেতন অবস্থায় কার্যালয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

সাগর হোসেন, কুষ্টিয়া।।

প্রকাশিত: ১৯:১০, ৯ আগস্ট ২০২৫

অচেতন অবস্থায় কার্যালয়ের ভেতর থেকে হাত-পা বাঁধা ব্র্যাক কর্মীকে উদ্ধার

ছবি: দৈনিক জনকণ্ঠ

কুষ্টিয়ার কুমারখালীর তরুনমোড়-শহীদ গোলাম কিবরিয়া সড়ক ঘেঁষে অবস্থিত ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়। তার ভিতরে অবস্থিত ব্র্যাকের আবাসিক এলাকার বারান্দা থেকে হাত - পা বাঁধা অচেতন অবস্থায় এক ব্র্যাক কর্মীকে উদ্ধার করেছে সহকর্মীরা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ব্র্যাক কর্মীকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উদ্ধার হওয়া ওই কর্মীর নাম মো. আব্দুর রহমান (৩০)। তিনি ব্র্যাকের কুমারখালী শাখা ও এরিয়া কার্যালয়ের কুরিয়ার ও নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

তবে এবিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক (দাবি) সোহরাব হোসেন ও অন্যান্য কর্মকর্তা - কর্মচারীরা। এদিকে থানা থেকে প্রায় ৮০০ মিটার দুরে ব্র্যাকের কার্যালয়ে এমন ঘটনা ঘটলেও জানেনা পুলিশ।

আর ব্র্যাকের ঊর্ধ্বতন কর্তাদের ভাষ্য, রাতের আঁধারে আব্দুর রহমানকে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে রেখে আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অসুস্থ ব্র্যাক কর্মী আব্দুর রহমান অসুস্থ। কয়েকজন সহকর্মী তাকে ধরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কথা বলতে পারছেন না। শুধু ইশারা করছেন।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মী বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে আব্দুর রহমানের সঙ্গে অল্প সময় কথা হয়েছে। তিনি ( রহমান) বলেছে রাতে অজ্ঞাত তিনজন আবাসিকের ভিতরে ঢুকেছিল। তাকে বাঁধে রেখে ব্যাপক মারধর ও স্প্রে করেছে।

সরেজমিন ব্র্যাক কার্যালয়ে গিয়ে দেখা যায়, সুনসান নীরবতা। দুইজন ঊর্ধ্বতন কর্তা বসে আছেন। তারা প্রতিবেদকের সঙ্গে কথা বলেননি। পরে ঘুরে দেখা যায়, আইপিএসের ব্যাটারি নেই। আবাসিকের ভিতরে পড়ে আছে প্লাস্টিকের দড়ি।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্র্যাক কর্মচারী বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে এসে দেখি কার্যালয় ভিতর থেকে তালা লাগানো। আব্দুর রহমানের ফোনও বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ম্যানেজারকে ফোন করি। পরে সবাই মিলে ভিতরে ঢুকে দেখি বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছে আব্দুর রহমান। তার হাত ও পা বাঁধা।

এ বিষয়ে ফোনে ব্র্যাকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুনেছি তিনজন চোর ভিতরে ঢুকে কুরিয়ারের হাত -পা বেঁধে কিছু মালামাল চুরি করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ফারুক

×