
ছবি: সংগৃহীত
বর্তমানে অপটিক্যাল ইলিউশন ইন্টারনেটে বেশ জনপ্রিয়। একটি ভাইরাল চ্যালেঞ্জ এখন নেটিজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই চ্যালেঞ্জে আপনার খেয়াল করার ক্ষমতা পরীক্ষা দিতে হবে।
এই গ্রিডে 'sand' শব্দটি প্রায় প্রতিটি সারি ও কলামে দেখা যায়। কিন্তু এর মধ্যেই কোথাও লুকিয়ে আছে ‘stand’ শব্দটি—যা আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।
শুধু যারা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করতে পারে, তারাই এই চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারে।
প্রথম দেখায় মনে হবে পুরো গ্রিড জুড়ে শুধু 'sand' শব্দটাই লেখা আছে। কিন্তু এই একঘেয়েমির মধ্যেই সুকৌশলে লুকানো আছে একটি ভিন্ন শব্দ—‘stand’। আপনার কাজ হলো, ১০ সেকেন্ডের মধ্যে সেই ব্যতিক্রমী শব্দটি খুঁজে বের করা।
উত্তর: আপনি কি খুঁজে পেয়েছেন?
যদি না পেয়ে থাকেন, তবে একটি ইঙ্গিত: শব্দটি গ্রিডের উপরের অংশে নেই। আপনার চোখ যদি নিচের দিকটায় যায়, তাহলে আপনি হয়তো খুঁজে পাবেন এটি। সঠিক অবস্থান: ষষ্ঠ সারির দ্বিতীয় কলামে 'stand' শব্দটি দেখা যাবে।
আপনি যদি এই অপটিক্যাল ইলিউশনটি উপভোগ করে থাকেন, তাহলে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না!
'Stand' আর 'sand' দেখতে অনেকটাই একরকম। শুধু 't' অক্ষরটি যুক্ত হয়েছে 'stand' এ। এই সামান্য পার্থক্যই আমাদের চোখকে বিভ্রান্ত করে ফেলে—আর এটাই এই ধাঁধাটিকে মজার ও উপভোগ্য করে তোলে।
শিহাব