ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ছবির মধ্যে লুকিয়ে আছে সিংহ—৯০% মানুষ প্রথমবার খুঁজে পায় না, আপনি পেয়েছেন কি?

প্রকাশিত: ১৫:৩৭, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ১৫:৩৮, ৮ আগস্ট ২০২৫

ছবির মধ্যে লুকিয়ে আছে সিংহ—৯০% মানুষ প্রথমবার খুঁজে পায় না, আপনি পেয়েছেন কি?

ছবি: সংগৃহীত

একটি দৃষ্টিবিভ্রমমূলক ছবি ইন্টারনেটে রীতিমতো ধাঁধা তৈরি করেছে। ছবিতে দেখা যাচ্ছে একটি শুষ্ক সাভানার দৃশ্য—উঁচু ঘাস, ঝোপঝাড় আর কিছু দূরে ছড়ানো গাছপালা। কিন্তু এই সাধারণ মনে হওয়া ছবিটির মধ্যে চমক আছে—এখানে লুকিয়ে রয়েছে একটি সিংহ!

ছবিটি প্রথম Reddit-এ শেয়ার করা হয়, যেখানে ব্যবহারকারীরা সিংহটি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। কারণ সিংহটির গায়ের রং এতটাই আশপাশের পরিবেশের সঙ্গে মিশে গেছে যে সহজে চোখে পড়ে না।

এই ধরনের দৃষ্টিবিভ্রম আমাদের দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা যাচাই করে। অনেকেই মন্তব্য করেছেন—"সিংহটা খুঁজে পেতে আমার অস্বাভাবিক সময় লেগে গেল। সত্যিই এটা ছদ্মবেশে মাস্টার!" আবার কেউ কেউ হতাশ হয়ে লিখেছেন, "আমি এখনও দেখতে পাচ্ছি না, কেউ দয়া করে ঘিরে দেখাও!"

এই দৃষ্টিবিভ্রমটি প্রাকৃতিক ছদ্মবেশের একটি চমৎকার উদাহরণ। সিংহরা প্রায়ই নিজেদের লুকিয়ে রাখতে তাদের রঙ ব্যবহার করে শিকারকে চমকে দেয়। এই ছবিতেও সেই কৌশল মানব চোখকে ধোঁকা দিচ্ছে।

তাহলে আপনি কী সিংহটিকে খুঁজে পেয়েছেন? নাকি এখনও সেটি আপনার চোখের সামনেই লুকিয়ে আছে?

শিহাব

×