ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

দুর্গাপুরে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

জিএম কিবরিয়া, দুর্গাপুর, রাজশাহী

প্রকাশিত: ১৮:৪৬, ৮ আগস্ট ২০২৫

দুর্গাপুরে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে পরোয়ানাভুক্ত পৃথক মামলার ৫ আসামিকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে দুর্গাপুর থানা পুলিশ।

৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে দুর্গাপুর থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নামোদরখালী গ্রামের ওমর ফারুক ঝুমর (৩৫), আমগাছী গৌরিহার গ্রামের আনছার আলী মৃধা (৫০), আমগাছী পূর্বপাড়া গ্রামের রুবেল আলী (৫০), উপজেলার জয়নগর গ্রামের সেলিম রেজা (৩৭), ধর্ষণ মামলার আসামি বাগমারা উপজেলার বিনোদপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৯)।

গ্রেফতারকৃত আসামিদের ৮ আগস্ট (শুক্রবার) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

ইমরান

×