ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

আপনি কি এই চোখ ধাঁধানো ছবিতে লুকিয়ে থাকা বিড়ালটিকে খুঁজে বের করতে পারবেন?

প্রকাশিত: ১৯:০২, ৮ আগস্ট ২০২৫; আপডেট: ১৯:০৩, ৮ আগস্ট ২০২৫

আপনি কি এই চোখ ধাঁধানো ছবিতে লুকিয়ে থাকা বিড়ালটিকে খুঁজে বের করতে পারবেন?

ছবি: সংগৃহীত

ছবিতে লুকানো এক কালো বিড়াল খুঁজে বের করার এই ভাইরাল চ্যালেঞ্জে অংশ নিয়েও খুব কম মানুষই সঠিকভাবে সমাধান করতে পেরেছেন।

আপনি যদি লুকোচুরি খেলতে ভালোবাসেন, তাহলে এই দৃষ্টিবিভ্রমধর্মী ধাঁধাটি আপনার জন্য নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ হতে পারে। এমন চ্যালেঞ্জ শুধু বিনোদনের উৎসই নয়, বরং মস্তিষ্ক ও চোখের একসাথে কাজ করার ক্ষমতাও পরীক্ষা করে।

এই ধরনের ছবিগুলো ইন্টারনেটে এখন ট্রেন্ডিং—যেখানে এক ঝলকে কিছুই স্পষ্ট বোঝা যায় না। রঙ ও নকশার চাতুর্য দিয়ে তৈরি করা হয় এমন বিভ্রম, যা আমাদের চোখকে বিভ্রান্ত করে এবং মনে হয় আমরা যা দেখছি, তা-ই বাস্তব—যদিও সত্যটা একদমই আলাদা।

Reddit-এর ‘Find the Sniper’ নামক সাবরেডিটে একজন ব্যবহারকারী Academic-Raspberry36 এই চ্যালেঞ্জটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি জটিল দৃশ্য, যাতে রয়েছে নির্মাণসামগ্রী, ব্যাগ এবং নানা জিনিসপত্র। কিন্তু এই সবকিছুর মাঝে কোথাও একটি কালো রঙের বিড়াল লুকিয়ে রয়েছে।

আপনার কাজ: খুঁজে বের করুন এই ‘দুষ্টু বিড়ালটিকে’!

অনেকেই ছবিটি বেশ কয়েক মিনিট ধরে দেখেও বিড়ালটির অবস্থান শনাক্ত করতে পারেননি। ছবির বিভিন্ন কোণ ও খুঁটিনাটি পর্যবেক্ষণ না করলে সত্যিই বিড়ালটি চোখে পড়ে না।

একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, "মৃত্যুকেন্দ্রের একটু উপরে, ভেন্টের পেছনে লুকিয়ে আছে ওটা।" আরেকজন বলেন,"লাইটের পাশে যে বিম বা সাপোর্ট রয়েছে, সেখানকার ফাঁকা জায়গায় ভালো করে তাকান—একটি চতুর চোখ জ্বলজ্বল করছে!"

শিহাব

×