ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

বিশ্বের ৫টি সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পোষা বিড়ালের জাত

প্রকাশিত: ২০:০৫, ৮ আগস্ট ২০২৫

বিশ্বের ৫টি সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পোষা বিড়ালের জাত

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে কুকুর যেমন অন্যতম জনপ্রিয় পোষা প্রাণী, তেমনি বহু মানুষ আছেন যারা নিঃশর্তভাবে ভালোবাসেন বিড়ালকে। এই নরম আর স্বাধীনচেতা প্রাণীগুলোর মিষ্টি আচরণ সহজেই গলিয়ে দিতে পারে কঠিন হৃদয়ও। আর তাই প্রতি বছর ৮ আগস্ট ‘আন্তর্জাতিক বিড়াল দিবস’ পালিত হয় বিশ্বজুড়ে। ২০০২ সালে International Fund for Animal Welfare প্রথম এই দিবস চালু করে, যার মূল উদ্দেশ্য হলো-বিড়ালের প্রতি সচেতনতা বৃদ্ধি ও তাদের সুরক্ষা নিশ্চিত করা।

আপনি যদি একজন বিড়ালপ্রেমী হয়ে থাকেন বা শিগগিরই একটি পোষার কথা ভাবছেন, তবে চলুন জেনে নিই বিশ্বের ৫টি সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পোষা বিড়ালের জাত সম্পর্কে-

১. পার্সিয়ান ক্যাট:
পার্সিয়ান ক্যাট বিড়ালের জগতের সৌন্দর্যের প্রতীক। এদের লম্বা ও ঝলমলে লোম, গভীর চাহনির চোখ আর শান্ত স্বভাব তাদের অসাধারণ ব্যক্তিত্বের পরিচায়ক। শান্ত ও নম্র প্রকৃতির এই বিড়ালরা মানুষের কোল ঘেঁষে বসে থাকতে পছন্দ করে। তারা নিরিবিলি পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মালিকের প্রতি গভীরভাবে অনুগত হয়ে পড়ে। তবে তাদের ঘন লোমের জন্য নিয়মিত যত্ন ও গ্রুমিং অত্যন্ত জরুরি।

২. মেইন কুন:
মেইন কুনকে বলা হয় “নরম মেজাজের দৈত্য”। এটি বিশ্বের অন্যতম বৃহৎ গৃহপালিত বিড়ালের জাত, তবে আচরণে অত্যন্ত কোমল ও বন্ধুবৎসল। এদের ঝুঁটিযুক্ত কান, ঝাকড়া লেজ এবং মজবুত শরীর এক অভিজাত সৌন্দর্য এনে দেয়। তারা খেলাধুলা পছন্দ করে এবং অনেকটা কুকুরের মতো আচরণ করে। বাচ্চা ও অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে সহজেই মিশে যেতে পারে এই প্রজাতির বিড়াল।

৩. র‍্যাগডল:
র‍্যাগডল বিড়ালদের কোমল রেশমি লোম এবং চমৎকার নীল চোখ তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। “র‍্যাগডল” নামটি এসেছে তাদের এক বিশেষ আচরণ থেকে—তাদের কোলে নিলে তারা একেবারে নিস্তেজ হয়ে পড়ে, যেন একটি নরম পুতুল। এই জাতটি অত্যন্ত স্নেহপরায়ণ, নিরিবিলি স্বভাবের এবং শিশু ও অন্যান্য প্রাণীর সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। ফলে এটি পারিবারিক পোষা প্রাণী হিসেবে অত্যন্ত জনপ্রিয়।

৪. সায়ামিজ ক্যাট:
সায়ামিজ বিড়ালরা চিকন গড়ন, স্টাইলিশ রূপ আর উচ্চকণ্ঠতার জন্য পরিচিত। তাদের আলমন্ড আকৃতির নীল চোখ এবং দেহের পয়েন্টেড রঙ তাদের আকর্ষণীয় করে তোলে। মজার ব্যাপার হলো, এই জাতটি খুবই সামাজিক, বুদ্ধিমান এবং দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে। মালিকদের সঙ্গে তারা প্রায়ই “আলাপচারিতায়” লিপ্ত হয়, যা তাদের সঙ্গী হিসেবে করে তোলে অনন্য।

৫. বেঙ্গল ক্যাট:
বেঙ্গল বিড়াল দেখতে অনেকটা ছোট আকৃতির চিতাবাঘের মতো। তাদের শরীরে থাকে গাঢ় ফোঁটা ও দাগযুক্ত এক চমৎকার বাহারি প্রাকৃতিক নকশা। শুধু চেহারাই নয়, তারা অত্যন্ত চঞ্চল, খেলাধুলাপ্রিয় এবং বুদ্ধিমান। তারা খেলনা ধাওয়া করে, দেয়ালে চড়ে বেড়ায় এমনকি পানিতেও মজা করে। যদিও তাদের সবসময় মানসিক উদ্দীপনা দরকার হয়, তবু তারা স্নেহপরায়ণ ও মানুষের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তোলে।

বিড়ালপ্রেমীদের জন্য আজকের দিনটি শুধু উদযাপনের নয়, বরং এসব বিস্ময়কর প্রজাতি সম্পর্কে জানার এবং তাদের আরও ভালোভাবে ভালোবাসার সুযোগও বটে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

মিরাজ খান

×