
ছবিঃ সংগৃহীত
থাইল্যান্ডের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার ফি বৃদ্ধি করেছে, যা কার্যকর হবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে। থাই দূতাবাস জানায়, বাংলাদেশের টাকার অবমূল্যায়নের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩১ আগস্ট পর্যন্ত যারা ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতাতেই থাকবেন। নতুন হারে সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি হবে ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭,২০০ টাকা, সাধারণ ট্যুরিস্ট ভিসার ফি ৪,৫০০ টাকা এবং মাল্টিপল ট্যুরিস্ট ও নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড এবং লং টার্ম রেসিডেন্ট ভিসার ফি আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট ইস্যু এবং লিগালাইজেশনের জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে। ১ সেপ্টেম্বর থেকে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে, যেখানে আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। দূতাবাস জানায়, ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে একবারেই পরিশোধ করতে হবে—ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং জমা দেওয়া অর্থ ফেরতযোগ্য নয়।
মারিয়া