
গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটির কলম সৈনিকরা মানববন্ধন করেছেন।
রাঙামাটির সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করেছেন। এ সময় বক্তারা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিককে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুক্রবার জুমার নামাজের পর শহরের বনরূপা পেট্রোল পাম্প চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। মানববন্ধনে এক ঝাঁক তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
আফরোজা