
ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে সরাসরি জনগণের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে আনোয়ারুল ইসলাম পায়ে হেঁটে এলাকায় ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা শোনেন এবং নিজের পরিকল্পনা ও ভিশন তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন আমীর আজিজার রহমান, ভিতরবন্দ ইউনিয়নের যুব বিভাগের সেক্রেটারি আব্দুল হাকিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলের নেতাকর্মীরা।
আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের প্রধান লক্ষ্য জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। তাদের সমস্যা নিরসনে আমি সংসদে জোরালো কণ্ঠ হয়ে কাজ করব। উন্নয়ন তখনই সম্ভব, যখন ভোটাররা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবেন। তাই আমি মাঠে থেকে আগাম বার্তা পৌঁছে দিয়ে জনসচেতনতা বাড়ানোর কাজ করছি।”
নাগেশ্বরীর সাধারণ মানুষ এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, আনোয়ারুল ইসলাম একজন শিক্ষিত ও বিশ্বাসযোগ্য নেতা। তার নেতৃত্বে আমাদের এলাকার উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
জামায়াতে ইসলামী কুড়িগ্রাম-১ আসনের এই প্রার্থী আগামী নির্বাচনে শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন এবং জনগণের পূর্ণ সমর্থন পেতে নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন।
মারিয়া