
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে ইনস্টাগ্রামের নতুন আপডেট। সম্প্রতি মেটা ইনস্টাগ্রামে যুক্ত করেছে কয়েকটি নতুন ফিচার—যার মধ্যে রয়েছে রিল ও পোস্ট ‘রিপোস্ট’ করার সুবিধা এবং ‘লোকেশন-শেয়ারিং ম্যাপ’। এসব ফিচারকে অনেকেই টিকটক ও এক্স (পূর্বতন টুইটার)-এর হুবহু অনুকরণ হিসেবে দেখছেন।
অনলাইনে অ্যাপ্লিকেশনের সংস্করণ হালনাগাদ করা সাধারণত একঘেয়েমি দূর করে এবং সময়োপযোগী ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলে। তবে ইনস্টাগ্রামের এসব আপডেটকে অনেক ব্যবহারকারী ‘মূল পরিচয়ের বিচ্যুতি’ বলেই মনে করছেন।
ইনস্টাগ্রামে রিপোস্ট মানে কী?
রিপোস্ট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যদের প্রকাশ্য রিল ও পোস্ট সরাসরি নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এই রিপোস্ট করা কনটেন্ট প্রোফাইলে আলাদা একটি “Reposts” ট্যাবে সংরক্ষিত থাকবে এবং এটি ফলোয়ারদের ফিডে রিকমেন্ড হিসেবেও দেখা যাবে।
এই ফিচারটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও লাভজনক হতে পারে, কারণ কেউ যদি তাদের রিল বা পোস্ট রিপোস্ট করে, তাহলে সেটি নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারে এবং জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করতে পারে—even যদি তারা ওই ক্রিয়েটরকে অনুসরণ না করে থাকেন।
কীভাবে ইনস্টাগ্রামে রিপোস্ট করবেন?
যেকোনো প্রকাশ্য রিল বা পোস্টের নিচে থাকা রিপোস্ট আইকনে ট্যাপ করে “Save” অপশন নির্বাচন করলেই তা নিজের প্রোফাইলে এবং ফলোয়ারদের ফিডে শেয়ার করা যাবে।
নতুন আর কী আপডেট এসেছে?
ইনস্টাগ্রাম চালু করেছে Instagram Map—একটি নতুন ফিচার যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অবস্থান শেয়ার করতে পারবেন এবং কোথা থেকে কনটেন্ট পোস্ট করা হচ্ছে, তা অনুসন্ধান করতে পারবেন। এতে বন্ধু বা প্রিয় ক্রিয়েটরদের লোকেশন অনুসরণ করে বাস্তব সময়ের কনটেন্ট দেখা সম্ভব হবে।
এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে আরও রিয়েল-টাইম এনগেজমেন্ট ও এক্সপ্লোরেশন বাড়ানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে।
কেন সমালোচনার মুখে ইনস্টাগ্রাম?
নতুন আপডেটগুলো চালুর পর থেকেই ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, ইনস্টাগ্রাম এখন আর নিজের কোনো বৈশিষ্ট্যে দাঁড়িয়ে নেই—সবই অন্যদের নকল।
একজন ব্যবহারকারী এক্স-এ লিখেছেন,
“আগে ছিল স্টোরিজ, যা স্ন্যাপচ্যাট থেকে নেয়া; এরপর রিল, যা টিকটকের মতো; আর এখন রিপোস্ট—যেটা এক্স বা টুইটার থেকে এসেছে। ইনস্টাগ্রামের সব ব্যক্তিত্বই ধার করা।”
আরেকজন ব্যবহারকারী লিখেছেন,
“ইনস্টাগ্রাম টিকটক হতে চায়, কারণ এখন রিলও রিপোস্ট করা যাচ্ছে।”
আসলে কী হচ্ছে?
টিকটকের রিপোস্ট ফিচার ব্যবহারকারীদের অন্যদের ভিডিও নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার করতে দেয়—যেমন এক্স-এ রিটুইট করা হয়। টিকটকে রিপোস্ট করা ভিডিও ব্যবহারকারীর প্রোফাইলে না দেখিয়ে অনুসারীদের “For You” ফিডে দেখায়। ইনস্টাগ্রামও এখন অনুরূপ কাজ করছে।
যদিও ইনস্টাগ্রামের নতুন সংস্করণে একাধিক ফিচার যুক্ত হয়েছে, তবে সর্বাধিক সমালোচিত হচ্ছে এই রিপোস্ট ফিচারটি—যা এক্স ও টিকটকের নকল বলেই মনে করছেন বেশিরভাগ ব্যবহারকারী।
ইমরান