
ছবি: সংগৃহীত
পদার্থবিজ্ঞানের শতাব্দীপ্রাচীন এক বিতর্কের অবসান ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা। তাদের সাম্প্রতিক গবেষণায় আলবার্ট আইনস্টাইনের ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট বা কোয়ান্টাম জট পাকানোর সত্যতা নিশ্চিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, দূরে অবস্থিত কোয়ান্টাম কণা একে অপরকে তাৎক্ষণিকভাবেই প্রভাবিত করতে পারে, যা ক্ল্যাসিক্যাল পদার্থবিজ্ঞানের প্রথাগত ধারণার পরিপন্থী। এই ‘কোয়ান্টাম জট’ বিষয়টি কয়েক দশক ধরে বিজ্ঞানীদের জন্য রহস্য ছিল।
১৯৩৫ সালে আইনস্টাইনসহ বরিস পোডলস্কি ও নাথান রোজেন যৌথভাবে প্রকাশিত একটি গবেষণাপত্রে কোয়ান্টাম মেকানিকসের অসম্পূর্ণতার দাবি তোলা হয়েছিল। তারা বলেছিলেন, কোনো কণা তাৎক্ষণিকভাবে অন্য কণাকে প্রভাবিত করতে পারে না এবং এর পেছনে কোনো লুকানো চলক থাকা উচিত।
তবে এমআইটির গবেষণায় পুরোনো পরীক্ষায় থাকা ত্রুটিগুলো দূর করে স্পষ্ট প্রমাণ মিলেছে, যা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অনেক ভবিষ্যদ্বাণীকে চ্যালেঞ্জ করেছে এবং আইনস্টাইনের ধারণার বিপরীত প্রমাণ দেয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
রাকিব